সিরিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এছাড়াও সুন্নি মুসলমান যোদ্ধা ও কুর্দি বাহিনীর মাঝেও চলছে লড়াই। উদ্ভূত এই পরিস্থিতিতে বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক মানুষ।
এক প্রতিবেদনে এ তথ জানিয়েছে আর-জাজিরা
প্রতিবেদনে বলা হয়, ইসরাইল সিরিয়ার লাতাকিয়া ও তারতুস এলাকায় বিভিন্ন সামরিক বিমানবন্দর ও মিসাইল স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া ইসরাইলি বাহিনী ইতোমধ্যে সিরিয়ার গোলান হাইটসের ভেতরে এসে অবস্থান নিয়েছে। যা মূলত ওই অঞ্চল দখলেরই নামান্তর।
দক্ষিণ-পূর্ব সিরিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। সেখানে তুর্কিসমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর মাঝে চলা সংঘর্ষের জেরে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র : আল জাজিরা











