অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
শনিবার (১৩ ডিসেম্বর) একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন ও সমসাময়িক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
এই বৈঠককে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।









