শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা মাহমুদুর রহমানের

আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দিয়েছেন দৈসিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

মাহমুদুর রহমান বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিশ্বাসী- এমন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

তিনি জানান, ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই আগামী দিনের আন্দোলনের পরবর্তী অধ্যায়ের সূচনা করা হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব- এই বিজয় দিল্লির কাছ থেকে পাওয়া নয়। পিণ্ডির কাছ থেকে অর্জিত বিজয় দিল্লির কাছে আমরা সমর্পণ করব না।

তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা চলছে, যা প্রতিহত করতে সর্বদলীয় ঐক্য প্রয়োজন।

তিনি অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। হাদির ওপর হামলার আগেই সরকারকে একাধিকবার হুমকির তথ্য জানানো হয়েছিল কিন্তু সরকার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। হামলার পরেও অস্ত্রধারীদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অভিযান দেখা যায়নি।

মাহমুদুর রহমান বলেন, আগামী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে ১৫ ডিসেম্বর শহীদ মিনার থেকেই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img