বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

ভারতে হোলির রঙ মাখতে না দেওয়ায় যুবককে হত্যা

ভারতের রাজস্থানের দওসা বিভাগে গায়ে হোলির রঙ মাখতে না দেওয়ায় ২৫ বছর বয়সী এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট দিনেশ আগারওয়াল জানান, দওসা বিভাগের রালওয়াস গ্রামে বুধবার সন্ধ্যায় অশোক, বাবলু ও কালুরাম নামে তিনজন স্থানীয় একটি লাইব্রেরিতে হংসরাজ নামে এক যুবকের গায়ে হোলির রঙ মাখতে যায়। হংসরাজ সেখানে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তিনি তাদের রঙ মাখাতে বাধা দেন। এরপর তিনজন মিলে তাকে মারধর করে। পরে তাদের একজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনার পর হত্যাকণ্ডের শিকার হংসরাজের ক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসী লাশ নিয়ে সেখানকার মহাসড়ক অবরোধ করে। তারা হত্যাকারীদের গ্রেপ্তার, হংসরাজের পরিবারকে ৫০ লাখ রুপি জরিমানা ও তার পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানায়। পরে পুলিশে আশ্বাসে তারা মহাসড়ক থেকে লাশ নিয়ে বাড়ি গেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img