রবিবার, মে ২৫, ২০২৫

রমজানের শেষপ্রান্তে কদর তালাশে ব্যাপক ইবাদতে মশগুল হতে হবে: চরমোনাই পীর

spot_imgspot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, রমজান মাসের শেষপ্রান্তে আমরা উপনিত। তাই সবাইকে কদর তালাশে বেশি বেশি ইবাদতে মশগুল হতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে রমজান মাস এসেছিলে আমাদের মাঝে। দেখতে দেখতে বরকতপূর্ণ মাসের শেষ দশকে এসে হাজির। বাকি দিনগুলো অত্যন্ত গুরুত্বের সাথে ইবাদতে কাটানো উচিত সকলের।

তিনি আরও বলেন, করোনাভাইরাস দিন দিন আরও ব্যাপক হচ্ছে। বুঝা যাচ্ছে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে পরিপূর্ণরূপে সমর্পণ করতে পারিনি। এজন্য করোনাও যাচ্ছে না। তিনি সকলকে ধৈর্যধরাণ করে আল্লাহর কাছে বিশেষভাবে তওবা ও ইস্তেগফার করার আহ্বান জানান।

চরমোনাই পীর বিবৃতিতে আরও বলেন, হাদীস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজেদের গোনাহ মাফ করিয়ে নিতে পারেনি, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। তাই রমজানের বাকি দিনগুলোতে সবাইকে ইবাদতে মশগুল থাকার জন্য তিনি আহ্বান জানান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img