বুধবার, মে ১৪, ২০২৫

ইমাম বুখারীর মাজারের জন্য মার্বেল পাথর উপহার দিয়েছে আফগান ইমারাত সরকার

spot_imgspot_img

ইমাম বুখারী (রহি.) এর মাজারের জন্য মার্বেল পাথর উপহার দিয়েছে আফগান ইমারাতে ইসলামিয়ার সরকার।

বুধবার (১৪ মে) বাখতার নিউজের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে সম্প্রতি উজবেকিস্তান সফরে যায় আফগান প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ড. মোল্লা আব্দুল ওয়াসীয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। এসময় তারা ইসলাম ও হাদিস শাস্ত্রের বিখ্যাত ব্যক্তিত্ব ইমাম বুখারী (রহি.) এর মাজারের জন্য ইমারাত সরকার নির্ধারিত ৪ হাজার বর্গমিটারের মার্বেল পাথর উপহার হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। যা হেরাতের চিশতে শরীফ মার্বেল খনি থেকে উত্তোলন করা হয়েছিলো।

এছাড়া দেশটির সারখান দরিয়া প্রদেশের আন্তর্জাতিক কমন মার্কেটে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। ইমারাত সরকারের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। এসময় আফগানে নিযুক্ত উজবেক প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি ইসমাতুল্লাহ ইরগাশেভ ও সারখান দরিয়া প্রদেশের গভর্নর ওগুলবেক কাসিমভ সহ দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তৃতায় আফগানিস্তানে নিযুক্ত উজবেক প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি ইসমাতুল্লাহ ইরগাশেভ দু’দেশের মধ্যকার সম্পর্ক সম্প্রসারণের উপর জোর দেন। সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি ও আঞ্চলিক পর্যায়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন। আফগানিস্তানের সাথে সহযোগিতা বৃদ্ধির জন্য উজবেকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

ড. মোল্লা আব্দুল ওয়াসী তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সকল প্রতিবেশী দেশের সাথে আফগান ইমারাতে ইসলামিয়ার সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ও তা অব্যাহত রাখতে আগ্রহী। তিনি উজবেক বিনিয়োগকারীদের আফগানিস্তানের কৃষি, খনি, স্বাস্থ্য এবং জ্বালানি খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা লুফে নেওয়ার আহবান জানান।

এছাড়া বালখের গভর্নর মোল্লা মোহাম্মদ ইউসুফ ওয়াফা বালখ এবং বুখারার মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। আফগানিস্তানের প্রতি উজবেকিস্তানের সাংস্কৃতিক ও মানবিক প্রচেষ্টা এবং তাদের অব্যাহত সহায়তার প্রশংসা করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img