পৃথিবীতে স্বাধীন থাকতে হলে শক্তিশালী হতে হয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
তিনি বলেন, এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে, ভয় পাওয়াতে হয়। আর ভয় পাওয়াতে হলে, শক্তিশালী হতে হয়।
ইউরোপের স্বাধীনতা বর্তমানে ভয়াবহ হুমকির মুখে পড়েছে উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউরোপের স্বাধীনতা বর্তমানে এমন এক ভয়াবহ হুমকির মুখে পড়েছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনোই দেখা যায়নি।
ফ্রান্সের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছরে প্রতিরক্ষা ব্যয় বাড়বে আগের বছরের থেকে ৩.৫ বিলিয়ন ইউরো (৩ বিলিয়ন মার্কিন ডলার) এবং ২০২৭ সালের মধ্যে আরও ৩ বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে।
তার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যেই ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করা হবে, যা পূর্ব পরিকল্পনার চেয়ে তিন বছর আগেই বাস্তবায়ন হবে।