রাশিয়া ইউরোপকে শান্তিতে থাকতে দিচ্ছে না বলে দাবি করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। তিনি বলেন, ইউরোপের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করাই মস্কোর অন্যতম লক্ষ্য।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার মূল লক্ষ্য ইউরোপের অভ্যন্তরে বিভাজন তৈরি করা এবং মস্কো কখনোই ইউরোপকে শান্তিতে থাকতে দেবে না।
রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
গত শনিবার অস্ট্রিয়ার দৈনিক ক্রোন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোহান ওয়াডেফুল বলেন, “আমরা যেন নিজেরাই নিজেদের ভুল পথে না চালাই। আমরা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে নেই, কিন্তু তাই বলে রাশিয়া আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না।”
তিনি বলেন, “আমাদের এমনভাবে শক্তিশালী হতে হবে—সামরিক ও সামাজিকভাবে—যাতে পুতিনের মনে কখনও আমাদের বা আমাদের অংশীদারদের আক্রমণ করার চিন্তাও না আসে।”
এসময় গাজ্জার পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জানান, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা জার্মানির দায়িত্ব।









