ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় প্রায় ২১ মাস ধরে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। চলামান সেই গণহত্যায় এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যার ৮০ শতাংশ নারী ও শিশু।
এবার নিরাপত্তার নামে দখলদার ইসরাইলের পাশে থাকার ইঙ্গিত দিচ্ছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা জার্মানির দায়িত্ব, তবে একইসঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলাও অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।
রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
ওয়াডেফুল আরও দাবি করেন, “এটি একই মুদ্রার দুটি দিক।” জার্মানি ও অস্ট্রিয়ার পক্ষ থেকে গাজ্জায় মানবিক সহায়তা বৃদ্ধির যে প্রচেষ্টা চলছে, তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।