সোমবার | ১৪ জুলাই | ২০২৫

এই সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে : আসিফ নজরুল

spot_imgspot_img

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে গণহত্যার বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। সেখানে কোনো গাফিলতি থাকবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সরকারের শাসনামলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শহীদ পরিবারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মনে সব সময় একটা আর্তি থাকে, একটা ক্রন্দন থাকে—এত বড় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হলো, এমনভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হলো, আমাদের ভাইদের চোখ কেড়ে নেওয়া হলো, অঙ্গহানি করা হলো…জঘন্য, বীভৎস, নির্মম হত্যাকাণ্ডের বিচার কোথায়?” আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, এই হত্যাকাণ্ডের বিচার হবেই।

ড. আসিফ নজরুল বলেন, জুলাই মাস আসলে আমাদের গত বছরের জুলাইয়ের কথা মনে পড়ে। জুলাই মাসের সূচিত আন্দোলনে গত সাড়ে ১৫ বছর বাংলাদেশে যে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের মানুষ ৩৬ দিনে নয়, বড়জোর ১৫ দিনে এই শাসনব্যবস্থাকে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে।

তিনি বলেন, আইজিপি ছাড়াও বিভিন্ন যে অপরাধ আদালতে বা ক্রিমিনাল কোর্টে রয়েছে, সেখানে বিভিন্ন মামলা করা হয়েছে। আমি এখানে (নারায়ণগঞ্জে) মামলাগুলোর খোঁজ নিয়েছি। আমাকে এসপি সাহেব বলেছেন, অনেকগুলো মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। ওনাদের আমি অনুরোধ করেছি যে, আপনারা চেষ্টা করেন ৫ আগস্টের আগে মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য। উনি আমাকে নিশ্চিত করেছেন, অনেকগুলো মামলার চার্জশিট দিতে পারবেন। চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হবে। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত বিচার আইনে এ সমস্ত অপরাধের বিচার করব।

সাম্প্রতিক বিষয়ে তিনি বলেন, স্থানীয়ভাবে নানান আইনশৃঙ্খলা লঙ্ঘন ও বিশৃঙ্খল ঘটনা ঘটছে। ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে। চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাইয়ের সময় আপনারা যে ঐক্যবদ্ধভাবে মহাপরাক্রমশালী ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছিলেন, অবশ্যই আপনারা ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। আমাদের সরকারের দায়িত্ব থাকবে, পাশাপাশি আপনারা স্থানীয়ভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রশাসন আপনাদের সহযোগিতা করবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img