সোমবার | ১৪ জুলাই | ২০২৫

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে কাজ করতে চান সৌদির নবনিযুক্ত রাষ্ট্রদূত

spot_imgspot_img

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া পৃথক সাক্ষাতে উপদেষ্টা এবং পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ঢাকায় তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তারা। রাষ্ট্রদূত দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

গত ৯ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন সৌদির নবনিযুক্ত রাষ্ট্রদূত জাফর আবিয়াহ। তিনি গত ১ জুলাই ঢাকা মিশনে যোগ দেন আবিয়াহ, সৌদির সাবেক রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের স্থলাভিষিক্ত হন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img