সোমবার | ১৪ জুলাই | ২০২৫

চরমোনাই পীরকে নিয়ে বিএনপি নেতার হুমকিমূলক বক্তব্য; ইসলামী আন্দোলনের প্রতিবাদ

spot_imgspot_img

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সম্প্রতি ‘চরমোনাই পীর’কে লক্ষ্য করে দেওয়া অশালীন ও হুমকিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ সোমবার (১৪ জুলাই) দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম এক বিবৃতিতে বলেন, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও সন্ত্রাসী ভাষা দেশের রাজনীতিকে আরও কলুষিত করবে এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের উসকে দেবে।

তিনি বলেন, রাজনীতিতে যুক্তিপূর্ণ সমালোচনা একটি শিল্প ও সৌন্দর্য। চরমোনাই পীর দেশজুড়ে আইনশৃঙ্খলা অবনতির প্রেক্ষিতে যৌক্তিকভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন। বিএনপি চাইলে তার বক্তব্যের পাল্টা যুক্তি উপস্থাপন করতে পারতো। কিন্তু তা না করে তারা এখন সন্ত্রাসী স্টাইলে হুমকি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় লিপ্ত।

মাওলানা ইমতিয়াজ আরও বলেন, বিএনপি দলীয় সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ না করে বরং চাঁদাবাজবিরোধীদের দমন করতে চাচ্ছে। এতে চাঁদাবাজরা আরও সাহস পাবে, আর রাজনীতিতে শালীনতা হারাবে।

তিনি মজনুর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, এই বক্তব্যে পুরো জাতি অবাক। ইসলামী আন্দোলন আশা করে, বিএনপির শীর্ষ নেতৃত্ব এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের দায় থেকে নিজেদের অব্যাহতি দেবে এবং মজনুর বিরুদ্ধে উপযুক্ত দলীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জানা গেছে, সম্প্রতি একটি রাজনৈতিক সভায় বিএনপি নেতা রফিকুল আলম মজনু ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীরের বিরুদ্ধে অশালীন ভাষায় মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img