সোমবার | ১৪ জুলাই | ২০২৫

নেজামে ইসলাম পার্টির অভিযাত্রা কেউই বাধাগ্রস্ত করতে পারেনি: মাওলানা ছালামতুল্লাহ

spot_imgspot_img

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অভিযাত্রা কেউই বাধাগ্রস্ত করতে পারেনি বলে জানিয়েছেন পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ছালামতুল্লাহ।

তিনি বলেন, নেজামে ইসলাম পার্টি প্রখ্যাত বুযুর্গানে দ্বীনের তাকওয়া ও ইখলাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এক ঈমানদীপ্ত সংগ্রামী কাফেলা। আমাদের আকাবির-আসলাফের তাজা রক্ত ও চোখের অশ্রুধারায় প্রাচীনতম এ ইসলামী রাজনৈতিক দলের আদর্শিক সংগ্রাম অব্যাহত রয়েছে। কোন ঝড়-ঝঞ্ঝা, ঘাত-প্রতিঘাত এ সংগঠনের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারেনি।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজারে পার্টির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা ছালামতুল্লাহ বলেন, স্বচ্ছ ঈমানী চেতনা, তাকওয়া ও ইখলাসই এ সংগঠনের নেতা-কর্মীদের মূল সম্বল। পদ-পদবী ও পার্থিব স্বার্থের লোভ-প্রলোভন, অহঙ্কার, হিংসা ও পরশ্রীকাতরতা থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে ঈমানদীপ্ত কর্মসূচি বাস্তবায়নে নিবেদিত থাকাই এ সংগঠনের নেতা-কর্মীদের প্রকৃত বৈশিষ্ট্য। এমন বৈশিষ্ট্য ধারণ করতে যারা ব্যর্থ মকবুল এ সংগঠনে তারা স্থায়ী হতে পারে না। এটাই বাস্তব সত্য। মোহগ্রস্ত কারো বিভ্রাটপূর্ণ কথা ও প্রস্থানে বিভ্রান্ত ও বিচলিত না হয়ে পবিত্র এ কাফেলার ঈমানদীপ্ত দর্শন ও নীতি-আদর্শকে সমুন্নত রেখে আল্লাহর যমিনে ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। কুরআন-সুন্নাহর আলোকধারায় নেতৃত্বের আনুগত্য, দায়িত্বানুভূতি, উদ্যম ও ইখলাস নিয়ে সম্মুখপানে এগিয়ে যেতে হবে। মাঠপর্যায়ের কর্মতৎপরতাকে বহুগুণে গতিশীল করে ইসলামের বিজয় পতাকা উড়ানোর প্রত্যয়ে ধৈর্য্য ও সংযমের সাথে সন্তর্পণে দূর পথ মাড়িয়ে মনজিলে মকসুদে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ।

নবনির্বাচিত জেলা আমীর মাওলানা আ হ ম নুরুল কবির হিলালীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img