‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরের ১৪ জুলাই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন নতুন মোড় নেয়। এদিন বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কোটা বিষয়ে আমার কিছু করার নেই। সমাধান হবে আদালতে।’
সংবাদ সম্মেলনে কোটা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হাসিনা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে?’ সংবাদ সম্মেলনে হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে সম্বোধন করায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
হাসিনার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এর প্রতিক্রিয়ায় সেদিন রাতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধ্যরাতে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। এরপর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।
সেই ঐতিহাসিক মুহূর্তের বর্ষপূর্তিতে আজ সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রতীকী মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এই কর্মসূচিতে অংশ নেন। স্লোগানে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’; ‘ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’; ‘কোটা না মেধা, মেধা মেধা’ প্রভৃতি স্লোগান দেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের এই মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করছে। আয়োজকরা জানায়, জুলাই আন্দোলনকারীদের “রাজাকার” বলে কটূক্তি করে বক্তব্য দেওয়ার ১ বছর আজ, দিনটিকে স্মরণীয় করে রাখতে তাদের এই প্রতীকী মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এটি আয়োজন করা হচ্ছে।