শুক্রবার, মে ৯, ২০২৫

পাশ্চাত্যের কারণে পাশবিকতা চালাতে উৎসাহ পাচ্ছে ইসরাইল: ইরানের প্রেসিডেন্ট

spot_imgspot_img

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজ্জা উপত্যকায় নজিরবিহীন অমানবিক অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা এবং ইসরাইলি সরকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতি ইউরোপীয় দেশগুলোর সমর্থন মোটেও গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, পাশ্চাত্যের এ আচরণের কারণে ইসরাইল আরও বেশি পাশবিকতা চালাতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত করতে উৎসাহ পাচ্ছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ মনে করে যুদ্ধের মাধ্যমে কোনও লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তবে একথাও ঠিক যে, আগ্রাসী শক্তিকে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার বিশ্বের প্রতিটি দেশ সংরক্ষণ করে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, আগ্রাসী শক্তিকে পাশবিকতা ও অপরাধযজ্ঞ থেকে বিরত রাখার জন্যও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img