দেশব্যাপী দাওয়াতি কার্যক্রম ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে আগামী ৪ অক্টোবর রাজধানীতে প্রতিনিধি সম্মেলন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাদ জোহর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় হেফাজতের মহাসচিব শায়খ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় খাস কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার চুক্তি বাতিল ও তাদের কার্যালয় বন্ধের দাবি, প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত জুলাই ঘোষণাপত্রে পিলখানা ও শাপলা চত্বরের ইতিহাস উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেরন নেতারা। এ ছাড়া সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, আগামী ৪ অক্টোবরের প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেফাজতের প্রতিনিধি, দায়িত্বশীল ও নেতারা অংশ নেবেন। সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন, কেন্দ্রীয় নীতিমালা পর্যালোচনা এবং নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।
নেতারা আশা প্রকাশ করেন, এই প্রতিনিধি সম্মেলন হেফাজতের ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দেশব্যাপী দাওয়াতি ও তালিমি কার্যক্রমকে নতুন গতি দেবে।









