বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

বুশ আমেরিকাকে মরুর দেশগুলোতে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন; তিনি সব যুদ্ধে হেরেছেন: ট্রাম্প

spot_imgspot_img

আফগানিস্তান,ইরাকসহ সহ মুসলিম দেশগুলোতে আমেরিকাকে যুদ্ধ নিয়ে যাওয়া যুদ্ধবাজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, বুশই আমেরিকেকা আফগানিস্তান ও মরুর দেশগুলোতে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন। তিনি সেসব যুদ্ধে হেরেছেন! এখন সেই বুশই বলছেন, আমেরিকার ডানপন্থি লোকজন বাইরের উগ্রবাদীদের চেয়ে ভয়ঙ্কর! উগ্রবাদ নিয়ে জর্জ বুশের বক্তৃতা দেখতে হচ্ছে আমাদের!

সোমবার (১৩ সেপ্টেম্বর) এক ই-মেইল বার্তায় তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, সন্ত্রাস দমন নিয়ে লেকচার দেওয়া বুশের জন্য মানায় না। এ বিষয়ে কাউকে উপদেশ দেওয়াও অন্তত তার সাজে না।

তিনি বলেন, যুদ্ধে বুশ ট্রিলিয়ন ডলার ব্যয় কেন করেছিলেন? এ অর্থ ব্যয়ই লাখো মানুষের মৃত্যুর কারণ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img