সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামিকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। পরবর্তী দু’দিনে বৃষ্টিপাতের প্রবনতা কমতে পারে ।
আগামিকাল (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
সেইসাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও চট্টগ্রাম ও বদলাগাছী ৬২, হাতিয়া ও টেকনাফে ৫৫, সীতাকুন্ডে ৫৪, কক্সবাজার ৫২, সৈয়পুর ৫১, দিনাজপুর ৪৭, কুতুবদিয়ায় ৪৬ এবং ময়মনসিংহে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২ মিনিট।
সূত্র: বাসস









