রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

মসজিদ নেই, মুসলমান নেই এরকম ভারত চাই: ইয়াতি নারসিংহনন্দ

মসজিদ নেই, মুসলমান নেই এমন ভারত চাইছেন বলে ঘোষণা করেছেন উগ্র হন্দুত্বাবাদী পূজারি ইয়াতি নারসিংহনন্দ। সম্প্রতি সাফরন চাদর পরিহিত পুরুষদের এক সংহদি সমাবেশে তাকে কড়া ভাষায় বলতে শোনা যায়, মসজিদ, মাদ্রাসা ও মুসলমানবিহীন একটি দেশ সৃষ্টি হোক।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেরালার হাই কোর্ট জংশনের নিকটবর্তী ভাঞ্চি স্কোয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারসিংহনন্দ বলেন, “খ্রিষ্টানদের ১০০ এর বেশি দেশ আছে, মুসলমানদের ৫৭টি দেশ, এবং ইহুদিদের একটি দেশ আছে। আমরা ১০০ কোটি হিন্দু, কিন্তু আমাদের একটিও রাষ্ট্র নেই।”

তিনি বলেন, “আমরা ক্লান্ত হয়ে গেছি। সমগ্র পৃথিবী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মা এবং মহাদেব আমাদের রক্ষা করুন, আমাদের সন্তানদের বাঁচান, এবং সনাতন ধর্মের বিরোধীদের ধ্বংস করুন।”

তিনি মহাত্মা গান্ধী এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে হিন্দুদের জন্য দেশ না থাকার জন্য দায়ী করেছেন। তিনি দাবি করেন, তারা হিন্দুদের নিজেদের জমি প্রতিষ্ঠা করতে বাধা দিয়েছে।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img