পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন না দিলে ছাত্র-জনতা রাজপথে নামবে বলে হুশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম।
তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ব থাকে না, অবৈধভাবে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতীর মহৌৎসব, সহিংষতা নৈরাজ্য, জিঘাংসা, অস্থিরতা, হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলা থাকেনা।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখা আয়োজিত গণসমাবেশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে আসছে। তারা বৈরী রাষ্ট্রের অ্যাজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার হীন অপচেষ্টায় লিপ্ত।
তিনি আরও বলেন, বিশ্বের প্রায় ৯১টির বেশী দেশ কোনো না কোনো প্রকারের পিআর পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে। তাই দেশে এই দাবি দিন দিন জনপ্রিয় হচ্ছে।