প্রখ্যাত মুহাদ্দিস, চট্টগ্রাম আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতী আহমদুল্লাহর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় নেতৃবৃন্দ এ শোক জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, আল্লামা আহমদুল্লাহ রহ. ছিলেন, তাফসির, হাদীস, ফিকহ, দর্শনসহ বিভিন্ন শাস্ত্রে অনন্য পাণ্ডিত্যের অধিকারী। বহুমুখী প্রতিভাধর এমন বিচক্ষণ আলিম, প্রাজ্ঞ হাদিস বিশারদ ও বিজ্ঞ ফকীহ খুবই বিরল। তিনি আজীবন ইলমে নবভীর দরস-তাদরীস, কিতাব রচনা, ওয়াজ-নসীহত ও আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আলোকিত সমাজবিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ইলমী ও আধ্যাত্মিক অঙ্গনে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশের বরেণ্য, বিদগ্ধ এ আলেমেদ্বীনের ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।
নেতৃবৃন্দ আল্লাহ তা’আলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও দরজাত বুলন্দি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।