সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

কিছু বিষয়ে ভিন্নমত থাকা সত্যেও জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষর করতে আগ্রহী ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলান গাজী আতাউর রহমান জানিয়েছেন, অনেক আলাপ-আলোচনা ও তর্ক বিতর্কের পরে জুলাই সনদের একটা খসড়া চুড়ান্ত হয়েছে। এর কিছু বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিন্নমত আছে। তথাপিও জাতীয় ঐক্যের স্বার্থে, জাতির স্বার্থে ও সমঝোতার স্বার্থে ইসলামী আন্দোলন জুলাই সনদে সাক্ষর করতে আগ্রহী তবে জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন হতে হবে।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় ঐকমত্য কমিশনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টা আনন্দচিত্তে ও স্বতস্ফুর্ত নির্বাচনের কথা বলেছেন। আমরা মনে করি এটা তখনই হবে যখন সংস্কার সুসম্পন্ন করা যাবে এবং বাস্তবায়ন করা যাবে ও যখন দেখা যাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, ভোটারদের ভোটের মূল্যায়ন হচ্ছে এবং পিআর পদ্ধতিতে ভোট হচ্ছে। প্রধান উপদেষ্টা আশংকা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে বিপদ আসবে। আমরাও সেটা মনে করি।

ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি প্রস্তাব এসেছে। আমরা সেই প্রস্তাবের সমর্থন করেছি। কারণ জুলাই সনদের খসড়া চুড়ান্ত হলেও এর বাস্তবায়ন পদ্ধতি এখনো সম্পন্ন হয় নাই। বাস্তবায়ন প্রক্রিয়াও ঝুলন্ত আছে। এমতঅবস্থায় ঐকমত্য কমিশনের কার্যক্রম ক্লোজ করা যাবে না। জুলাই সনদের আইনি ভিত্তি চুড়ান্ত না হওয়া পর্যন্ত এই কমিশনের কাজ সমাপ্ত হবে না।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img