সোমবার | ১ ডিসেম্বর | ২০২৫

আলোচনার মাধ্যমে পাক-আফগান সমস্যাগুলোর সমাধান করা উচিত: মাওলানা ফজলুর রহমান

আলোচনার মাধ্যমে পাক-আফগান সমস্যাগুলোর সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জমিয়াতে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, “পাকিস্তান ও আফগানিস্তান একে অপরের জন্য গুরুত্বপূর্ণ দেশ, বর্তমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।”

ইসলামাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, তিনি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার জন্য প্রস্তুত, তবে তার মতে, এমন আলোচনার আগে উপযুক্ত পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, “যদি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এসব আলোচনা অনুষ্ঠিত হয়, তবে প্রয়োজনীয় ফলাফল আসবে না।”

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির পর এখন প্রচার ও বাকযুদ্ধেরও অবসান ঘটানো প্রয়োজন।

সূত্র: তোলো নিউজ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img