তুরস্কের ইস্তাম্বুল শহরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত ও ৮১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে ইস্তাম্বুলের ইস্তিকলাল স্ট্রিটের তাকসিম স্কয়ার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
হামলার পর এক বিবৃতিতে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতে নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।
এদিকে বিস্ফোরণের দিন জি২০-সম্মেলনে যোগ দিতে পূর্বনির্ধারিত সফরে ইন্দোনেশিয়া যান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ইন্দোনেশিয়া রওয়ানা হওয়ার পূর্বে এক সংবাদ সম্মেলনে হামলা প্রসঙ্গে এরদোগান বলেন, আমাদের রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই জঘন্য হামলার পিছনে দায়ীদের খুঁজে বের করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন “প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে একজন মহিলা এই বিস্ফোরণ ঘটিয়েছে। (ইস্তানবুলের) গভর্নরের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণটি সন্দেহজনক সন্ত্রাসবাদীদের কাজ হতে পারে।”
এরদোগান শপথ করে বলেন, যারা তুর্কি জাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালায় তাদের ব্যর্থ করে দেওয়া হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ভিডিওগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিলো। আগুনও অনেক দূর থেকে দেখা গেছে। হামলার পর পর ধারণ করা ভিডিওগুলোতে দেখা গেছে অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুব দ্রুত এলাকাটি জনশূন্য করে ফেলে।
এখন পর্যন্ত এই হামলার দায় কোন গোষ্ঠী স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে যে, এই হামলার সাথে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে)-এর সম্পৃক্ততা থাকতে পারে। যদিও তারাজানিয়েছে এই হামলার সাথে তাদের সম্পৃক্ততা নেই।
সূত্র : ডেইলি সাবাহ











