শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘গণভোটের মাধ্যমে কোনো আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন করা সম্ভব নয়। রাষ্ট্রের মূলধারার যেকোনো সাংবিধানিক পরিবর্তনের জন্য একটি কার্যকর জাতীয় সংসদ গঠন জরুরি এবং সংবিধান সংশোধনের একমাত্র সাংবিধানিক পথও সেটিই।’

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেবল ভূখণ্ডের নিরাপত্তা বা প্রতিরক্ষা ব্যবস্থার বিষয় নয়; এর মূলে আছে নাগরিক অধিকারের নিশ্চয়তা। একজন নাগরিক হিসেবে প্রত্যেকে যেন সমান অধিকার ভোগ করতে পারে, রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশের নাগরিক। এখানে ধর্ম, বর্ণ কিংবা সংস্কৃতির ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না; এ দেশ সবার।’

জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যে আদর্শ ও লক্ষ্য সামনে রেখে জুলাই আন্দোলন হয়েছে, সেই বাংলাদেশই গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, যেখানে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা পাবে।’

তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি সেটি প্রতিপালনে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত আসলে জনগণ তা বিবেচনা করবে, কারণ দেশের মালিক জনগণ এবং রাষ্ট্রের কাঠামো নির্ধারণের চূড়ান্ত এখতিয়ারও জনগণের।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘জাতীয় সংসদবিহীন অবস্থায় বড় ধরনের সাংবিধানিক রূপান্তর সম্ভব নয়। গণভোট একটি জনমতের প্রকাশ, কিন্তু সংবিধান সংশোধন কিংবা আইন প্রণয়ন সরকারের নির্বাহী সিদ্ধান্তে নয়, একটি বৈধ ও প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদের মাধ্যমেই হতে হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img