শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

অন্তর্বর্তী সরকার এখন আর নিরপেক্ষ নেই: তাহের

অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, নির্বাচন দিয়ে যেনতেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা।

শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় উল্লেখ করে ডা. তাহের বলেন, বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও গণভোট কোনভাবেই একসঙ্গে নয়। তাই আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানান এই জামায়াত নেতা।

জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী রোববার ৮ দলের বৈঠকের পর ৫ দফার বিষয়ে নতুন কর্মসূচি দেওয়া হবে জানান জামায়াতের নায়েবে আমির।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img