আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজানো হবে বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন।
তিনি বলেন, নির্বাচিত হলে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে শেখ হাসিনার বিচারসহ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূল করা হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিলে তিনি এ কথা বলেন।
এসময় ষড়যন্ত্র না করে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে নামার আহ্বান জানান বিএনপির মনোনীত এই প্রার্থী।
তিনি আরও বলেন, স্বৈরশাসনের সময় যারা এতগুলো মানুষ হত্যা করেছে, আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখে যেতে পারলে ধন্য হবো।









