শনিবার, মে ১০, ২০২৫

লাখো মানুষের উপস্থিতিতে আল্লামা কাসেমীর নামাজে জানাজা অনুষ্ঠিত

spot_imgspot_img

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, বেফাকের সহ-সভাপতি ও দেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেছেন মরহুমের ছোট ছেলে মুফতি জাবের কাসেমী।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা অংশ নেন।

জানাজার নামাজে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মানুষের ঢল নেমেছে বায়তুল মোকাররম এলাকায়। ভোরেই লোকে লোকারণ্য হয়ে যায় বায়তুল মোকাররম। অন্যান্য দিনের তুলনায় বিপুল সংখ্যক মুসল্লি ফজরের নামাজে অংশ নিয়েছেন। জানাজাকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। রাস্তায় মাইক লাগানো হয়।

উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহমুদুল হাসান,মুফতী ওয়াক্কাস, শায়েখ জিয়াউদ্দীন, মাওলানা আবুল কালাম, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল হামীদ মধুপুরী, মাওলানা আব্দুল আউয়াল, মুফতী আব্দুল মালেক, মুফতী দেলোয়ার হোসাইন, মুফতী মিযানুর রহমান সাইদ, ড.আহমদ আব্দুল কাদের, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা মাকবুল আহমদ, ড.ঈসা শাহিদী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মাঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মহিউদ্দিন ইকরাম, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতী মুনির হোসাইন কাসেমী, মুফতী জাকির হোসাইন কাসেমী, মাওলানা হাসান জামীল, মাওলানা নুরুল আলম মাহদী প্রমুখ।

উল্লেখ্য, গত ১লা ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় আল্লামা নূর হোসাইন কাসেমীকে। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে উনাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন ধউর গ্রামে অবস্থিত সুবহানিয়া মাদরাসা পাশে আল্লামা কাসেমীকে দাফন করা হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img