বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

দামেস্কের খুব কাছে ইসরাইলের বিমান হামলা

সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুযোগে একের এক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এবার দেশটির রজধানী দামেস্কের কাছেই বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ হামলার লক্ষ্যবস্তু ছিল দামেস্কের কাছাকাছি থাকা সামরিক স্থাপনা।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানায়, দামেস্কের কাছে থাকা সিরিয়ান সেনাবাহিনীর চতুর্থ ডিভিশন ও একটি ব্যাটালিয়নের ওপর এই হামলা চালানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরাইলি যুদ্ধবিমান দামেস্কের মাউন্ট কাসিয়ুন, সুইদার গ্রামাঞ্চলের খালখালা বিমানবন্দর ও পশ্চিমাঞ্চলে অবস্থিত মাসয়াফের প্রতিরক্ষা ও গবেষণা ল্যাবরেটরিতে হামলা চালিয়েছে।

সংস্থাটি আরও জানায়, এর আগে ইসরাইলি বিমান দামেস্ক ও সুইডের গ্রামাঞ্চলে ছয়টি সামরিক স্থাপনায় হামলা চালায়।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img