স্বৈরাচার বাশার আল-আসাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনার জন্য রোববার (১৫ ডিসেম্বর) সিরিয়ায় যাচ্ছেন কাতরের একটি প্রতিনিধিদল।
শুক্রবার (১৪ ডিসেম্বর) কাতারের এক কূটনীতিক এ গণমাধ্যমকে এ খবর দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কাতারের এই কূটনীতিক বলেন, কাতারের প্রথম প্রতিনিধিদল রোববার সিরিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। সফরে প্রতিনিধিদল সিরিয়ায় পুনরায় কাতারের দূতাবাস চালু এবং সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন।
আসাদ সরকারের আমলে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দোহা ২০১১ সালে সিরিয়ায় তাদের কূটনৈতিক মিশন বন্ধ করে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয়।
সূত্র : এএফপি











