সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সকল চক্রান্তকে ব্যর্থ করে এদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।
রোববার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ‘আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সকল নেতাকর্মীদের পক্ষ থেকে আজকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এই শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথে, সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
বিএনপির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।









