বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

শৈত্যপ্রবাহের আওতা কমছে; সম্ভাবনা কেটেছে বৃষ্টির

শৈত্যপ্রবাহের আওতা কমছে। সার্বিক তাপমাত্রা বাড়তির দিকে। আজো দিনের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস রয়েছে। কিন্তু এই স্বস্তির পরিবেশ সাময়িক। আবার সার্বিক তাপমাত্রা কমে যেতে পারে। গতকাল রংপুর বিভাগের আট জেলা এবং এর বাইরে নওগাঁ ও মৌলভীবাজারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ছিল।

আজ রোববার (১৫ জানুয়ারি) এই ১০ জেলা মধ্যে কয়েকটি থেকে শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.১ ডিগ্রি সেলসিয়াস।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদনদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং দেশের কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গতকাল শনিবারের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img