হিজাব মামলায় ভারতে কর্ণাটক রাজ্যের হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দেশটির সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুসলিম শিক্ষার্থীরা।
এদিকে এই রায়কে স্বাগত জানিয়েছে ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি।
হিজাব নিষিদ্ধের দেওয়া রায়ে কর্নাটক হাইকোর্টের বিচারকরা দাবি করেছে, হিজাব পরা ইসলামে বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, তাই এ ক্ষেত্রে ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারার রক্ষাকবচ প্রযোজ্য নয়।
পাশাপাশি স্কুল পরিচ্ছদের অঙ্গ হিসেবে হিজাব বা অন্য কোনো আবরণ বা উত্তরীয় নিষিদ্ধ করার কর্নাটক সরকারের সিদ্ধান্তকেও শিক্ষার্থীদের মৌলিক অধিকারের খর্ব হিসেবে দেখছে না তারা। ফলে স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরে আসা নিষিদ্ধই রইল।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিমকোর্টে আবেদন করতে চলেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা











