গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “সংবিধান সংস্কার গণপরিষদের মাধ্যমেই করতে হবে। সংসদে সংবিধান সংস্কার টেকসই হবে না, বাংলাদেশের ইতিহাস থেকেও এটাই দেখতে পাই।”
শনিবার ( ১৫ মার্চ ) দুপুরে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে সব রাজনৈতিক দলকে ঐকমত্যে আসতে হবে
তিনি বলেন, জনগণের কাছে আমাদের সংস্কারের যে কমিটমেন্ট, সেটি বাস্তবায়নের জন্য জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন জরুরি।”