রবিবার, মার্চ ১৬, ২০২৫

গাজ্জায় হামলা চালিয়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

যুদ্ধবিরতি ‍চুক্তি লঙ্ঘন করে গাজ্জার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় হামলা চালিয়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

শনিবার (১৫ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, গুরুতর আহত বেশ কয়েকজনকে গাজ্জার ইন্দোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে।

এ হত্যাকান্ডের কথা স্বীকার করে ইসরাইলি বাহিনী দাবি করেছে, বেইত লাহিয়া এলাকায় দুই সন্ত্রাসীকে লক্ষ্যবস্তু করে এ হামলা চলানো হয়। তারা ইসরাইলি সৈন্যদের জন্য হুমকিস্বরূপ একটি ড্রোন উড়িয়েছিল। পরে আরও কিছু সন্ত্রাসী ড্রোন পরিচালনার সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে প্রবেশ করে। তাদের ওপর হামলা চালানো হয়।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজ্জার অভ্যন্তরে ইসরাইলি তাণ্ডব অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা অনেকটাই কমে এসেছে। এর মধ্যেই নতুন করে বড় আকারের হামলা চালাল ইসরাইল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img