শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না: প্রিন্স

নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ও রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন চায়।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে এক স্মরণ সভায় তিনি এ কথঅ বলেন।

প্রিন্স বলেন, কেউ কেউ বলেন বিএনপি বার বার নির্বাচনের কথা বলে কেন? তাদের প্রশ্নের জবাব একটাই, নির্বাচন ছাড়া গণতন্ত্র যেমন প্রতিষ্ঠা হয় না, তেমনই জনগণের রাষ্ট্র কায়েম হবে না।

তিনি বলেন, যারা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার বা ক্ষমতায় যাওয়ার বা নির্বাচিত শাসনে অনীহার চিন্তা করে তাদের চিন্তাধারা ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি।

উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হলুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, হালুয়াঘাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা রফিকুল ইসলাম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img