শনিবার | ১ নভেম্বর | ২০২৫

গাজ্জায় গণহত্যায় অংশ নেওয়া আরও এক ইসরাইলি সেনার আত্মহত্যা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছে। নিহত ওই সেনা গাজ্জা ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিলেন।

গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয়বারের মতো কোনো সক্রিয় সেনার আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সোমবার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-এর খবরে বলা হয়, ওই সেনা ‘নাহাল ব্রিগেড’-এর সদস্য ছিলেন এবং গাজ্জায় ইসরাইলের সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন।

এই ঘটনায় সেনাবাহিনীর সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে গত সপ্তাহে এক রিজার্ভ সেনা আত্মহত্যা করেন, আরেক সেনাকে ঘাঁটি থেকে একইভাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ইসরাইলি সেনাদের একের পর এক আত্মহত্যার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে, বিশেষ করে রাজনীতিক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে।

ইসরাইলি সংসদের বিরোধী নেতা ইয়াইর লাপিদ এক্স-এ লিখেছেন, “গত এক সপ্তাহে তিনজন সেনা আত্মহত্যা করেছেন। এটা এক দমবন্ধ করা বাস্তবতা।”

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৫ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। গাজ্জায় যুদ্ধ শুরুর পর থেকেই এ প্রবণতা বেড়েছে।

এর আগে গত ৬ জুলাই সাফেদ শহরের কাছে একটি জঙ্গলে এক রিজার্ভ সেনা নিজেকে শেষ করে দেন। ধারণা করা হচ্ছে, যুদ্ধ-পরবর্তী মানসিক আঘাত থেকেই তিনি এই সিদ্ধান্ত নেন। ইসরাইল হায়োম পত্রিকার হিসাবে, ২০২৪ সালে ২১ জন সেনা আত্মহত্যা করেছেন। হারেৎজ আরও আগেই জানিয়েছিল, গাজ্জা আগ্রাসন শুরুর পর ৪২ জন সেনা আত্মহত্যা করেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইলি আগ্রাসনে ব্যাপক প্রাণহানি ঘটছে। এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ১১ হাজার মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img