বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় ক্ষমা চাইলো ডেনমার্ক

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশসমূহের দূতাবাসের সামনে পবিত্র আল কুরআন পোড়ানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন।

সোমবার (১৪ আগস্ট) আল-জেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সাথে একটি ফোনালাপে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, কুরআন অবমাননার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন রাসমুসেন। এছাড়াও তিনি জোর দিয়ে বলেছেন, এই ধরনের কাজ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য যা ডেনমার্কের ঐতিহ্যের বিপরীত।

ফোনালাপে রাসমুসেন আরো জানান, ডেনমার্কে কুরআন পোড়ানোর ঘটনার ইতি টানতে একটি খসড়া আইন প্রণয়নের শেষ পর্যায়ে রয়েছে। যেটি খুব শীঘ্রই আইন প্রণেতাদের সামনে উপস্থাপন করা হবে।

এছাড়াও ফোনকলে আফ্রিকা ও উত্তর ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি বৈঠকের প্রস্তুতির বিষয়েও কথা বলেছেন এ দুই পররাষ্ট্রমন্ত্রী যেটি আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য; সাম্প্রতিক মাসগুলোতে উত্তর ইউরোপ ও নর্ডিক দেশগুলোতে ইসলামবিরোধী ব্যক্তি ও গোষ্ঠীর দ্বারা লাগাতার পবিত্র কুরআন পোড়ানো, অপবিত্র করা এবং অবমাননার ঘটনা ঘটেছে। যা গোটা মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img