বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপন্ন করবে: ইসলামী আন্দোলন

spot_imgspot_img

১২ কেজি এলপি সিলিন্ডার গ্যাসের দাম ৬৫ টাকা বৃদ্ধির সুপারিশ করায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত কারিগরি কমিটির প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বুধবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেন, করোনা মহামারির ফলে জনজীবন এমনিতেই চরম দুর্বিষহ। চাল-ডাল, ভোজ্যতেল, চিনি, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধিতে মানুষ যখন অতিষ্ট, তখন এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপন্ন করে তুলবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত কারিগরি কমিটির সুপারিশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেইসাথে সরকারি উদ্যোগে পর্যাপ্ত সিলিন্ডার গ্যাস উৎপাদন করার উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার আহ্বান জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img