শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

পটিয়া মাদরাসার সদরে মুহতামিম মুফতী আহমদ উল্লাহর জানাজা সম্পন্ন

চট্টগ্রাম পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী আহমদ উল্লাহ ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার বাদ এশা পটিয়া মাদরাসায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মুফতী আহমদ উল্লাহর মেজ ছেলে মাওলানা কমর।

রবিবার (১৪সেপ্টেম্বর) সকাল ৬:৫৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬বছর।

জানাজার পূর্বে মুফতী আহমদ উল্লাহ (রহ.)-এর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী।

বক্তব্যে তিনি বলেন, তিনি দীর্ঘ কয়েক যুগ ধরে জামিয়া পটিয়ার হাদীসের খেদমতে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিয়োজিত ছিলেন। তাঁর ইন্তিকালে আমরা (আল-জামিয়া পটিয়ার ছাত্র-শিক্ষক) গভীরভাবে শোক প্রকাশ করছি, তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাঁর জন্য জান্নাতের সুউচ্চ মাকামের দোয়া করছি।

জানাজায় আরও অংশগ্রহন করেন, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী জসিম উদ্দিন, লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন, চট্টগ্রাম মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকীম, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরীসহ সারা দেশ থেকে আগত হাজার হাজার ওলামাযে কেরাম ও হযরতের শিষ্যবৃন্দ।

পরে তাঁকে জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান মাকবারায়ে আযীযীতে দাফন করা হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img