সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

আফগানিস্তান দৃঢ়ভাবে কাতারের পাশে রয়েছে : মাওলানা মুত্তাকী

ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে আন্তর্জাতিক আইন, রীতি-নীতি ও মূল্যবোধের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

মাওলানা মুত্তাকী বলেন, “আফগানিস্তান দৃঢ়ভাবে কাতারের পাশে রয়েছে এবং ইসলামি দেশগুলোকে আহ্বান জানাচ্ছে, তারা যেন ইসরাইলি শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, গুরুতর ও অর্থবহ অবস্থান গ্রহণ করে।”

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দোহায় ফিলিস্তিনি আলোচক দলের ওপর হামলাটি ঘটেছে এমন সময়ে, যখন প্রায় দুই বছর ধরে গাজ্জায় ধারাবাহিক গণহত্যা চলছে। এই পরিস্থিতির ভেতর এ হামলা অবস্থা আরও ভয়াবহ করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফীর সঙ্গে টেলিফোন আলাপে মাওলানা মুত্তাকী কাতারের জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন। আল-খুলাইফী আফগানিস্তানের শক্ত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এটিকে ভ্রাতৃত্বের স্পষ্ট নিদর্শন বলেন। তিনি আরও জানান, কাতার হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যস্থতা করছে এবং ফিলিস্তিনি প্রতিনিধি দল যুদ্ধবিরতি আলোচনায় ব্যস্ত থাকাকালীনই এ হামলা চালানো হয়, যা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করেছে।

গত মঙ্গলবার ইসরাইল দোহায় বিমান হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল হামাস নেতৃবৃন্দকে হত্যা করা। হামাসের দাবি অনুযায়ী, এতে তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে আলোচনার প্রধান প্রতিনিধি খালিল আল-হাইয়ার ছেলে ছিলেন। তবে শীর্ষ নেতৃবৃন্দ ও আলোচক দলের সদস্যরা বেঁচে গেছেন। কাতারও নিশ্চিত করেছে, এ ঘটনায় তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য মৃত্যুবরণ করেছেন।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img