সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় : জামায়াত সেক্রেটারি

পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, বাংলাদেশের উপযোগী যেকোনো একটা পদ্ধতি বাছাই করে, প্রস্তাবিত ‘আপার হাউজ’ ও ‘লোয়ার হাউজ’ দুই হাউজেই পিআর পদ্ধতি মানতে হবে। নইলে আমরা যারা ঐকমত্য কমিশনে পিআর পদ্ধতির পক্ষে, জুলাই সনদের পক্ষে, গণহত্যার বিচারের পক্ষে; তারা ঐক্যবদ্ধ হতে যাচ্ছি। ইসলামী ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা চত্বরে ঢাকা-৪ আসনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, দেশবাসীকে বলব, আপনারা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। সংস্কার কমিশনে পিআর পদ্ধতি ও বিচারের দাবিসহ যারা জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের দাবি করেছে, তারাই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img