শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে ২ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর দুই সেনা প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কাশ্মীরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত চারদিন ধরেই পুঞ্চে স্বাধীনতাকামীদের খোঁজে তথাকথিত অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। পরে গতকাল পুঞ্চ-রাজৌরির জঙ্গলে স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনী। এতে তাদের দুই সেনা প্রাণ হারায়।

ভারতীয় সেনাবাহিনী বলছে, পুঞ্চের মেনধার মহকুমার নার খাস জঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের গোলাগুলি হয়। ‘বিচ্ছিন্নতাবাদী’-দের খোঁজে ‘অভিযান’ চালানোর সময়েই সেনাবাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে গুরুতর আহত হয় এক সেনা কর্মকর্তা এবং এক সেনা সদস্য। পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই দুজনের মৃত্যু হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img