গাজ্জায় ইসরাইলী বাহিনীর স্থল অভিযান শুরু হওয়ার সাথে সাথে এই অঞ্চলে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সমর্থনে দ্বিতীয় বিমানবাহী রণতরী ও তা পরিচালনাকারী একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছে আমেরিকা।
আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার” বিমানবাহী রণতরী আগামী সপ্তাহে ভূমধ্যসাগরে মোতায়েন করা হবে।
ভূমধ্যসাগরে মার্কিন যুদ্ধজাহাজ গুলো প্রেরণের মূল উদ্দেশ্য সম্পর্কে জানা যায়, এটি মূলত গাজ্জায় ইসরাইলি বাহিনীর অভিযানের সাথে যোগদানের জন্য নয়, বরং তা এই অঞ্চলের অন্যতম প্রধান শক্তি ইরান ও দেশটির অর্থায়নে গঠিত লেবাননের হিজবুল্লাহকে একটি হুঁশিয়ারি বার্তা প্রদানের জন্য।
উল্লেখ্য; গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ভূমধ্যসাগরে পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। ১ হাজার ৯২ ফিট লম্বা এ রণতরীর উপর ৯০টি যুদ্ধবিমান বা হেলিকপ্টার রাখা যায়। জাহাজটি পরিচালনা করার জন্য ৫ হাজার সদস্য নিয়মিত কাজ করেন।
এছাড়াও সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৫, এফ-১৬, এ-১০’র পাশাপাশি বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট এফ-৩৫ ইসরাইলের বিমান ঘাঁটিতে দেখা গেছে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি ও সিএনএন











