ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো ১৪ মাস বৃদ্ধি করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গৃহিত প্রস্তাব অনুযায়ী, তালেবানের নেতৃত্বাধীন আফগান প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে ভ্রমণ করতে পারবে না। এছাড়াও নিষেধাজ্ঞা বৃদ্ধির ফলে দেশটির বৈদেশিক সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদও বৃদ্ধি পেয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) জাতিসংঘে আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ কমিটির উত্থাপিত প্রস্তাব পাশের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে এই নিষেধাজ্ঞা।
এদিকে, নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে নিন্দা জানিয়েছে আফগানিস্তান। দেশটির ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, “আফগানিস্তানের অফিসিয়াল ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা এক ধরনের অন্যায়। শুধু তাই নয়, এই ধরনের নিষেধাজ্ঞা আফগান জনগণের মৌলিক অধিকার লংঘন করে। এর মাধ্যমে কোন পক্ষই উপকৃত হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায় আফগান সরকার।”
উল্লেখ্য, বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এমন উদ্ভট নিষেধাজ্ঞা আফগান কর্মকর্তাদের উপর কোন ধরনের প্রভাব ফেলে না। কারণ নিষেধাজ্ঞার পরও বিদেশ সফর করছেন তালেবান কর্মকর্তারা। তাই এমন নিষেধাজ্ঞার কোন মানে নেই, বরং তা অযৌক্তিক।
সূত্র: হুরিয়াত রেডিও ইংরেজি











