ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ এর তত্ত্বাবধানে আগামী ১৮ ও ১৯ডিসেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) দুইদিন ব্যাপী ৩৮তম চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
প্রতিদিন বেলা ২টা থেকে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন এর কার্যক্রম আরাম্ভ হবে।
ইসলামী মহাসম্মেলনে জমিয়তে উলামায়ে হিন্দ ভারত এর সভাপতি ও বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ ভারতের সিনিয়র মুহাদ্দিস আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী,পাকিস্তান বেফাকুল মাদারিসিন আরাবিয়ার মহাসচিব আল্লামা হানিফ জালান্ধরী ও মুফতী সাইয়্যিদ ফয়সাল নদীম পাকিস্তানসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগন বয়ান করবেন।
ইসলামী সম্মেলন সংস্থার সভাপতি ও হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলীল আহমদ কাসেমী ও মহাসচিব ঢাকা বসুন্ধরা মাদরাসার মুহতামিম মুফতী আরশাদ রাহমানী তৌহিদী জনতাকে সম্মেলনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।










