বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
দূতাবাস জানায়, কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আগে যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করেছে। এই সিদ্ধান্তের ফলে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আবারও বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিষয়টি অবগত থাকার অনুরোধও জানিয়েছে দূতাবাস।
কুয়েতের খাদ্য ও পুষ্টিবিষয়ক কর্তৃপক্ষ বিভিন্ন দেশের অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি মূল্যায়ন করে পোল্ট্রি পণ্য ও টেবিল ডিম আমদানি সংক্রান্ত বিধিনিষেধ হালনাগাদ করে থাকে। কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ থেকে পোল্ট্রি পণ্য ও ডিম আমদানির ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।











