শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

নোয়াখালী সফরে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি নোয়াখালীতে যাচ্ছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান।

তিনি বলেন, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি তারেক রহমানের চট্টগ্রাম বিভাগ সফরের কর্মসূচি রয়েছে। ওই সফরের অংশ হিসেবে এক দিন তিনি নোয়াখালীতে আসবেন এবং প্রাথমিকভাবে ২৫ জানুয়ারিই সফরের সম্ভাবনা বেশি। তিনি জানান, নোয়াখালী ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু ধরা হয়েছে। ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠ পরিদর্শন করেছে এবং এ সময় জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। শাহজাহান বলেন, সফরকে ঘিরে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি চলছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান সিলেটে পৌঁছে পরদিন হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন। তিনি আরও বলেন, সিলেট থেকে তারেক রহমান কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর হয়ে ঢাকায় ফিরবেন।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ২০০৩ সালের পর এই প্রথম নোয়াখালীতে এত বড় মহাসমাবেশে তিনি বক্তব্য দেবেন এবং সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ