শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

সর্বোচ্চ ধৈর্য ধরতে বললেন জামায়াতের আমির

নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট ছেড়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর জামায়াত আমিরের এই পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

“ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা’আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।”

শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান।

একই দিন বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়। এর আগে বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ রাতে জামায়াত নেতৃত্বাধীন দলীয় জোট ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছিল। এই জোটের সঙ্গেই ত্রয়োদশ নির্বাচনে ইসলামী আন্দোলনের অংশ নেওয়ার কথা ছিল। সে জন্য ৪৭টি আসন খালি রাখে জামায়াত। তবে শেষ পর্যন্ত চরমোনাই পীরের দল এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ