শুক্রবার, মে ১৬, ২০২৫

আফগানিস্তানের সমস্যা সমাধানে রাশিয়ার সঙ্গে সমন্বয়ে আগ্রহী ভারত

spot_imgspot_img

আফগানিস্তান ইস্যুতে রাশিয়ার সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে আগ্রহী ভারত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ এ কথা বলেন।

তিনি বলেন, আফগানিস্তানের সমস্যা সমাধানে ভারত আমাদের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে আগ্রহী। আমি মনে করি, মস্কো ফর্ম্যাটের মতো এই ফর্ম্যাটেও ভাল সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ আফগান ইস্যু পুনর্নির্ধারণের জন্য রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান ও চীনের সাথে পাঁচ-দলীয় কাঠামোর একটি প্রস্তাব দিয়েছেন।

এ বিষয়ে ডেনিস আলিপভ বলেন, পাক-ভারতের চলমান দ্বন্দ্ব এ বিষয়ে আফগানিস্তানে রাশিয়া ও ভারতের মধ্যে মিথস্ক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না।

তিনি আরও বলেন, এই ব্যবস্থার অংশ হিসাবে পাঁচটি পক্ষই আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না।

সূত্র: এভিএ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img